নিজস্ব সংবাদদাতাঃ আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে পুরসভা নির্বাচন। নির্বাচন উপলক্ষে কলকাতার বিভিন্ন প্রান্তে নাকা চেকিং চলছে পুলিশের তরফে। তারাতলাতেও চলছে নাকা চেকিং। কলকাতা পুলিশের তরফে গাড়ির ডিকি খুলে দেখা হচ্ছে কী রয়েছে তার ভিতর। এবার পুরসভা নির্বাচনে ২৩০০০ হাজার পুলিশ ফোর্স থাকবে। জেলা থেকে থাকবে ৫০০০ পুলিশ।