ওয়ানডে সিরিজে খেলবেন বিরাট

author-image
Harmeet
New Update
ওয়ানডে সিরিজে খেলবেন বিরাট

নিজস্ব সংবাদদাতাঃ যাবতীয় গুঞ্জনের অবসান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলবেন টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। প্রোটিয়া সফরে উড়ে যাওয়ার আগে নিজেই সাফ জানিয়ে দিলেন বিরাট। বলে দিলেন, তাঁকে নিয়ে মিডিয়ায় যা লেখালেখি হচ্ছে সব মিথ্যা, সব অযৌক্তিক। কখনওই তিনি বিশ্রাম চেয়ে বোর্ডের কাছে আবেদন করেননি। বুধবার দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক সাফ জানিয়ে দিলেন, ওয়ানডে সিরিজ তিনি খেলতে চান। নির্বাচকরা তাঁকে দলে রাখতে চাইলে রাখতেই পারেন। তিনি বলছেন,”বিসিসিআইয়ের সঙ্গে আমার বিশ্রাম চাওয়া নিয়ে কোনওরকম কোনও কথা হয়নি। এই প্রশ্ন তাঁদের জিজ্ঞেস করা উচিত যারা এসব নিয়ে লেখালেখি করছে। এগুলো পুরোপুরি মিথ্যে। আমি বিসিসিআইয়ের কাছে বিশ্রাম চাইনি।”