/anm-bengali/media/post_banners/l6Eus7assRcu2H11EQPR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সংসদের কার্যাবলীতে বাধা দিচ্ছে বিরোধীরা, এই মর্মেই এবার সংসদের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করলেন বিজেপি সাংসদরা। ইতিমধ্য়েই অধিবেশনের শুরুতে বিরোধীদের বিক্ষোভের জেরে দুপুর ১২টা অবধি রাজ্যসভা ও দুপুর ২টো অবধি লোকসভার অধিবেশন স্থগিত হয়ে গিয়েছে। লোকসভাতেও ক্রমাগত হই-হট্টগোল করছেন বিরোধীরা। বাদল অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টি করায় কংগ্রেস, তৃণমূল সহ মোট ১২ জন সাংসদকে শীতকালীন অধিবেশনের শুরুতেই বরখাস্ত করা হয়। রাজ্যসভার চেয়ারম্য়ান বেঙ্কাইয়া নাইডু জানিয়েছিলেন, সাংসদরা ব্যক্তিগতভাবে নিঃশর্ত ক্ষমা চাইলে তাঁদের সাসপেনশন তুলে নেওয়া হতে পারে। কিন্তু সাংসদরা ক্ষমা চাওয়ার বদলে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেছে। এদিকে, বাকি সাংসদরাও সংসদের ভিতরে প্রতিনিয়তই বিক্ষোভ দেখাচ্ছেন। বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের কার্যাবলী ব্যহত হচ্ছে, গুরুত্বপূর্ণ বিল পাশ থেকে শুরু করে একাধিক ইস্যুতে আলোচনা করাও সম্ভব হচ্ছে না। এই ঘটনার প্রতিবাদেই এদিন সকালে সংসদের বাইরে বিজেপির ১২ জন সাংসদ হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। “বিরোধীদের গুণ্ডাগিরি চলবে না” বলেও তাঁদের স্লোগান দিতে দেখা যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us