গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ২৪৭

author-image
Harmeet
New Update
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ২৪৭

নিজস্ব সংবাদদাতাঃ কড়া বিধিনিষেধ ও টিকাকরণে জোর দিয়ে দেশজুড়ে করোনা সংক্রমণকে অনেকখানি নিয়ন্ত্রণে আনা গেলেও বছর শেষে মাথাচাড়া দিয়েছে ‘ওমিক্রন’ আতঙ্ক। প্রতিদিনই একটু একটু করে বাড়ছে এই নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা। তাই সার্বিক পরিস্থিতি বিশেষ উদ্বেগজনক না হলেও এখনই স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন না দেশবাসী। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৪ জন। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২৪৭ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮৭ হাজার ৫৬২ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৪৬ হাজার ৯৩১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ১৬৮ জন। সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ।