পুর প্রশাসককে জেল হেফাজতের নির্দেশ আদালতের

author-image
Harmeet
New Update
পুর প্রশাসককে জেল হেফাজতের নির্দেশ আদালতের

রাহুল পাসওয়ান, আসানসোল : বেসরকারি অর্থলগ্নিকারী মামলায় বর্ধমান পুরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল আদালতের বিচারক। সোমবার বিচারক এই নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, দিন কয়েক আগে বেসরকারি অর্থলগ্নিকারী মামলায় বর্ধমান পুরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করেছিল। এরপর ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হলে বিচারক তিনদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এদিন সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ফের প্রণব চট্টোপাধ্যায়কে আসানসোল আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী ২৭ ডিসেম্বর ফের তাকে আসানসোল আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন।