দিগবিজয় মাহালি,কেশপুরঃ বকেয়া কৃষিঋণ মকুবের দাবিতে কেশপুরের ধলহারা সমবায় কৃষিউন্নয়ন সমিতি প্রাইভেট লিমিটেড ব্যাঙ্কের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষকরা। সোমবার সকালে ধলহারার ওই সমবায় ব্যাঙ্কের অফিসের সামনে বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকশো কৃষক জমায়েত করেন। সকাল ১০টা নাগাদ অফিস খোলার আগেই প্রবেশপথ আটকে অবস্থান-বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীদের প্রতিনিধিরা ব্যাঙ্কের আধিকারিকের সঙ্গে দেখা করে তাঁদের দাবি জানান। তাঁদের দাবি প্রাকৃতিক দুর্যোগের ফলে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। অবিলম্বে কৃষি ঋণ মকুব করতে হবে।