/anm-bengali/media/post_banners/5MupTDDHs5vxr0khVK9K.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পরিবেশ রক্ষার বার্তা দিতে সাইকেলে সওয়ার ষাটোর্ধ্ব সুভাষ চন্দর। সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার ৬ মাস পর থেকে সাইকেল চালিয়ে ইতিমধ্যেই প্রায় ৯ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছেন। ভ্রমণ করে ফেলেছেন ৬টি রাজ্য। গিয়েছেন প্রায় ১ হাজার ৭০০টি গ্রাম ও শহরে। উদ্দেশ্য একটাই, সাইকেল চালিয়ে গোটা ভারতে ভ্রমণ করে জল ও পরিবেশ সম্পর্কে ছাত্র-যুব সহ বিভিন্ন স্তরের মানুষকে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া। এভাবেই চলতে থাকে তাঁর সাইকেল সফর। হরিয়ানার পর রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, নেপাল হয়ে তিনি পৌঁছে গিয়েছেন এ রাজ্যে। রবিবার সকালে পৌঁছে যান কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে। সেখান থেকে শান্তিপুর হয়ে পৌঁছান রানাঘাটে। রানাঘাটে রাতযাপন করে তিনি রওনা দিচ্ছেন কলকাতায়। এরপর কলকাতা, ওড়িশা ছুঁয়ে রওনা দেবেন দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের উদ্দেশ্যে। আর সেখানেই সম্পন্ন হবে ভারত ভ্রমণ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us