সিপিএমের রবীন দেবকে প্রণাম কুণালের

author-image
Harmeet
New Update
সিপিএমের রবীন দেবকে প্রণাম কুণালের


নিজস্ব সংবাদদাতাঃ রাজনীতির ময়দানে এক পক্ষ অন্য পক্ষকে খাটো করার সুযোগ পেলে তা কোনও মতেই ছাড়ে না। তবে রাজনীতিতে শুধুই কি ঝগড়া, কথার যুদ্ধ? সৌজন্য কি মোটে নেই? নিশ্চয়ই আছে। রবিবার এরকমই এক সৌজন্যের ছবি নজরে এল কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে। ভোট প্রচারে বেরিয়ে সিপিএমের রবীন দেবকে প্রণাম, সুজন চক্রবর্তীর সঙ্গে হাত মেলাতে দেখা গেল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে।