New Update
/anm-bengali/media/post_banners/mtEqSfvScsf7MVc1a7mM.jpg)
দিগবিজয় মাহালী,পশ্চিম মেদিনীপুরঃ ডেবরা কলেজ আসতে বাস ভাড়া বেশী লাগতো ছাত্রছাত্রীদের। হ্যালো MLA তে ফোন করে সুরাহা পেল ছাত্রছাত্রীরা। আজ ডেবরাতে বিধায়ক কার্যালয়ে বিধায়কের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানান পড়ুয়ারা। ২০ টাকার ভাড়া করা হয়েছে ১৫ টাকা। এবং ১৫ টাকার ভাড়া নেওয়া হবে ১০ টাকা অর্থাৎ। হ্যালো MLA তে ফোন করে ৫ টাকা ভাড়া কমলো কলেজ পড়ুয়াদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us