New Update
/anm-bengali/media/post_banners/n09It1ilrbcnY3IzJA56.jpg)
নিজস্ব সংবাদদাতা : জয়পুরে দলীয় সমাবেশ থেকে হিন্দুবাদ নিয়ে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি এও স্পষ্ট করে দিয়েছেন যে তিনি হিন্দু, হিন্দুত্ববাদী নন। তাঁর কথায়,"জাতীয় রাজনীতিতে আজ দুই বিশ্বের মধ্যে প্রতিযোগিতা চলছে - 'হিন্দু' এবং 'হিন্দুত্ববাদী'। দুটি শব্দ ভিন্ন অর্থ বহন করে। আমি হিন্দু কিন্তু হিন্দুত্ববাদী নই... মহাত্মা গান্ধী একজন হিন্দু ছিলেন কিন্তু গডসে ছিলেন হিন্দুত্ববাদী। হিন্দুত্ববাদীরা শুধুমাত্র ক্ষমতা চায় এবং তারা ২০১৪ সাল থেকে ক্ষমতায় রয়েছে। আমাদের এই হিন্দুত্ববাদীদের ক্ষমতা থেকে ছুড়ে ফেলতে হবে এবং হিন্দুদের ফিরিয়ে আনতে হবে। হিন্দুত্ববাদীরা তাদের সারা জীবন ক্ষমতার পেছনে ব্যয় করে। তারা ক্ষমতা ছাড়া কিছুই চায় না । তারা 'সত্যগ্রহ' নয়, 'সত্তাগ্রহ'-এর পথ অনুসরণ করে। এই দেশ হিন্দুদের, হিন্দুত্ববাদীদের নয়।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us