ইটালি ফেরত যুবকের শরীরে মিলল ওমিক্রন!

author-image
Harmeet
New Update
ইটালি ফেরত যুবকের শরীরে মিলল ওমিক্রন!

নিজস্ব সংবাদদাতা : ইটালি থেকে আসা বছর ২০-র এক যুবকের শরীরে মিলল ওমিক্রন ভ্যারিয়েন্ট। গত ২২ নভেম্বর ইটালি থেকে চণ্ডীগড়ে এসেছিলেন ওই যুবক। ১ ডিসেম্বর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এবার ওমিক্রন রিপোর্টও পজিটিভ এল। তার টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। রবিবার আবারও কোভিড টেস্ট করা হল তাঁর রিপোর্ট আসার অপেক্ষায়।