নিজস্ব সংবাদদাতাঃ দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিমানবন্দরগুলিতে ইতিমধ্যেই কড়াকড়ি করে দেওয়া হয়েছে। এবার সব রাজ্যগুলিকে করোনা নিয়ে সচেতন করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে একগুচ্ছ বিষয়ের উপর জোর দিতে বলেছেন। রাজেশ ভূষণের পাঠানো চিঠি অনুসারে, কেন্দ্র তিনটি রাজ্যের আটটি জেলাকে চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে কেরল, মিজোরাম এবং সিকিম। বিগত দুই সপ্তাহে দেশের মোট আক্রান্তের ১০ শতাংশেরও বেশি করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে এই তিন রাজ্যের আট জেলা থেকে। এছাড়াও সেই চিঠিতে জানানো হয়েছে, কোনও এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করলে, সেই ছোট ছোট এলাকাগুলিকে চিহ্নিত করে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করতে হবে।