/anm-bengali/media/post_banners/YXd75A71PpiAD2SvGIEW.jpg)
হরি ঘোষ,অন্ডাল : করোনাকালে দীর্ঘদিন স্তব্ধ ছিল জনজীবন । বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান গুলো । সম্প্রতি স্কুল-কলেজে শুরু হয়েছে পঠন-পাঠন । সংখ্যাগরিষ্ঠ পড়ুয়া ফের স্কুলমুখী হলেও অল্প কিছু সংখ্যক পড়ুয়া এখনো গরহাজির রয়েছে এমন তথ্যই উঠে আসছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গুলি থেকে । ফের যাতে সব পড়ুয়া নিয়মিত স্কুলমুখী হয় সেই জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেওয়া হয়েছে উদ্যোগ । বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়া অভিভাবকদের সাথে কথা বলতে ও দেখা গেছে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের । কিন্তু কবে সব পড়ুয়ারা স্কুলে ফিরবে সেই বিষয়ে রয়ে গেছে প্রশ্ন চিহ্ন । কারণ করোনাকালে পেট চালাতে পড়ুয়াদের একাংশ বেছে নিয়েছে বিভিন্ন পেশা । বর্তমানে সেই পেশায় তাদের স্কুলে ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে । সেক সালাম এরকমই এক পড়ুয়া । উখড়া কুঞ্জ বিহারী ইনস্টিটিউশন স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র । অভাবী সংসার তার বাবা, দাদা দু'জনেই দিনমজুরের কাজ করেন । লকডাউন এর সময় তাদের দু'জনেরই কোন কাজ ছিল না । সংসারে নেমে এসেছিল অনিশ্চয়তা । সেই সময়ে বাধ্য হয়ে টোটো চালানো শুরু করে একাদশ শ্রেণীর ছাত্র শেখ সালাম । সে জানায় ভাড়ার টোটো চালিয়ে দিনান্তে 200 থেকে আড়াইশো টাকা হয় । এই টাকা কিছুটা হলেও সংসারের কাজে লাগে বলে জানায় সে । স্কুলে গড় হাজিরা প্রসঙ্গে সালাম বলে টোটো-টি ভাড়ার, প্রতিদিন মালিক কে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হয় । টোটো না চালালে সেই টাকা পাব কোথা থেকে । তাছাড়া সংসারও টাকা দিতে পারবোনা । সেই কারণেই টিউশন পড়া জারি রাখলে ও স্কুল যাওয়া হচ্ছেনা । তবে টিউশনে পড়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে বলে জানাই সে । বেশ কিছুদিন হল স্কুল খুলেছে তবে স্কুলের পক্ষ থেকে এখনও কেউ তার খোঁজ নেয়নি বলে আক্ষেপ সালেমের । স্কুলের প্রধান শিক্ষিকা সোমা দাসগুপ্ত জানান ছাত্রের বিষয়টি জানা ছিল না ।তিনি আরও বলেন শীঘ্রই ওই ছাত্র ও তার অভিভাবকের সাথে কথা বলা হবে ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us