New Update
/anm-bengali/media/post_banners/d6vmXEWRLz9LskrO47Rv.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুতে কপ্টার-দুর্ঘটনায় মৃত সতপাল রাইয়ের দেহ দার্জিলিঙের বাড়িতে ফেরার অপেক্ষায় পরিবার। তাকদার বাসিন্দা মৃত সেনা কর্মীর পরিবারের দাবি, দেহ সনাক্তকরণে সমস্যা হচ্ছে বলে জানানো হয়েছে। পরিবারের ক্ষোভ, মৃত্যুর পর চারদিন কেটে গিয়েছে। দেহ না ফেরায়, শেষকৃত্যের দিন স্থির ও পারিবারিক প্রথা পালন করা যাচ্ছে না। তাই কেন্দ্র ও রাজ্যের কাছে দ্রুত দেহ ফেরানোর আবেদন জানিয়েছে মৃত সেনাকর্মীর পরিবার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us