জলকেলি ও রতিসুখ

author-image
Harmeet
New Update
জলকেলি ও রতিসুখ

​নিজস্ব সংবাদদাতাঃ সৈকতে স্নান করার সময় সাঁতার পোশাকে সুন্দরী নারী বা সুঠাম পুরুষ শরীর দেখে সহসা উত্তেজিত হয়েছেন, এমন দৃষ্টান্ত কি সত্যি বিরল? ভেবে দেখুন, সূর্যের চুমু খাওয়া উষ্ণ কমনীয় ঢেউয়ের আড়ালে কাঙ্খিত ওই ভিজে শরীরের স্পর্শ কি উত্তেজনার মাত্রা লক্ষ গুণ বাড়িয়ে দেবে না! সমুদ্রে বা জ্যাকুজি পুলের ভিতর এই স্বপ্নদৃশ্য বাস্তবায়িত করার মধ্যে কিন্তু ঝুঁকি রয়েছে। নোংরা জলে ভেসে শরীরে প্রবেশ করতে পারে অযাচিত জীবাণু। কিন্তু গিজার-লালিত শাওয়ারের তোড়ের নীচে এই স্বাদ পূর্ণ করা সম্ভব।