পুলিশের দ্বারস্থ নির্যাতিতা গৃহবধূ

author-image
Harmeet
New Update
পুলিশের দ্বারস্থ নির্যাতিতা গৃহবধূ


হরি ঘোষ,আসানসোলঃ শ্বশুরবাড়ির অত্যাচারের বিচার পেতে মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হলেন নির্যাতিতা গৃহবধূ। শ্বশুরবাড়িতে চলত লাগাতার অত্যাচার। অন্তঃসত্ত্বা থাকার সময় অত্যাচারের কারনে দু'বার নষ্ট হয়েছে পেটে থাকা ভ্রুণ। ঘটনাটি অন্ডাল থানার মাধবপুর সাত নম্বর কলোনি এলাকার। স্থানীয় সূত্রে জানা গেছে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মাধবপুর 7 নম্বর কলোনির বাসিন্দা মালতি কোড়ার বিয়ে হয় ঝাড়খন্ডের জামতড়ার (মিহিজাম)- প্রদীপ কোড়ার সাথে। শ্বশুরবাড়িতে যাওয়ার পর থেকেই মালতির ওপর অকথ্য অত্যাচার শুরু করে শ্বশুর বাড়ির লোকজনেরা। পনের টাকা না পাওয়ার কারণে তার উপর অত্যাচার হয় বলে অভিযোগ করেন মালতি। আজ মঙ্গলবার স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় মালতি অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানান অন্ডাল থানার এক আধিকারিক।