নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে কোটি কোটি টাকার প্রকল্পের শিলান্যাসের খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। উত্তর দিনাজপুর জেলায় ৭০ কোটি ৪৭ লক্ষ টাকার ১৫টি প্রকল্পের শিলান্যাস করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। যার মধ্যে ১৬৩ কোটি ৯৮ টাকা মূল্যের ৩০ টি প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। দক্ষিণ দিনাজপুরে ১০৭ কোটি ৩৩ লক্ষ টাকার ২৩ টি প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। যার মধ্যে উদ্বোধন হওয়ার কথা ১৩৭ কোটি ৭০ লক্ষ টাকার ৪২টি প্রকল্পের। অন্যদিকে বালুরঘাট জেলা হাসপাতালে এমআরআই ইউনিট স্থাপনের কাজ শুরু হয়েছে। ৪টে সাঁওতালি প্রাথমিক বিদ্যালয়কে উচ্চ প্রাথমিকে পরিণত করা হচ্ছে। পরবর্তী সেশন থেকেই ক্লাস শুরু হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।