মালিকের চড়ে মৃত কর্মী

author-image
Harmeet
New Update
মালিকের চড়ে মৃত কর্মী


দিগবিজয় মাহালি,কেশপুরঃ কেশপুরের গোলাড়ে দোকানের কর্মীকে চড় মালিকের। দোকানেই মৃত্যু কর্মীর। ঘটনায় উত্তেজনা এলাকায়, পথঅবরোধ মৃতের পরিবার ও এলাকাবাসীর। ঘটনাস্থলে বিশাল পুলিশ। তারাপদ দলবেরা (৪০) গ্রাম গোলাড়, শেখ শাহজাহান আলীর কাপড় ও হার্ডওয়ার দোকানে দীর্ঘ তিন বছর কাজ করতেন। মঙ্গলবার সকাল দশটা নাগাদ হঠাৎই কর্মচারীর সাথে মালিকের বাদানুবাদ শুরু হয়। বচসা চলাকালীন মুখোমুখি থেকে শুরু হয় হাতাহাতি। তারপরই ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয় তারাপদর উপর, ঘটনাস্থলে দিশেহারা হয়ে পড়ে যান তারাপদ। সেখান থেকে তুলে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে গেলেই কিছুক্ষণ পর মৃত্যু হয় তার। তারপরই মৃত ব্যক্তির পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা মৃতদেহকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ গেলে পুলিশের সামনে চলে বিক্ষোভ। তাদের দাবি অবিলম্বে দোষীকে গ্রেফতার করতে হবে না হলে তারা মৃতদেহ নিয়ে যেতে দেবেন না।