দিগবিজয় মাহালি,ডেবরাঃ জাওয়াদের প্রভাবে লাগাতার বৃষ্টি। আর তার জেরেই মঙ্গলবার সকাল থেকেই হঠাৎ করেই ডেবরার টাবাগেড়্যা এলাকায় কাঁসাই নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। নদী পারাপারের বাঁশের মাচাও জলে ডুবে গিয়েছে। প্রায় ৪ ঘন্টা পেরিয়ে গেলেও পারাপারের ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠেনি। সমস্যায় নিত্য যাত্রীরা। নদীর দুই পারে লোকজন দাঁড়িয়ে। সপ্তাহের দ্বিতীয় দিন। সকালে স্কুল, কলেজ, অফিস যাওয়ার জন্য আটকে পড়েছে সবাই। দ্রুত পারাপারের ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছে ঘাট কর্তৃপক্ষ।