গুলিকাণ্ডের পর AFSPA প্রত্যাহারের দাবি NDA-র মধ্যেই

author-image
Harmeet
New Update
গুলিকাণ্ডের পর AFSPA প্রত্যাহারের দাবি NDA-র মধ্যেই

নিজস্ব সংবাদদাতাঃ  নাগাল্যান্ডে সেনার গুলিতে ১৪ জন গ্রামবাসীর মৃত্যুর পরে উত্তাল জাতীয় রাজনীতি। ঘটনার পরে AFSPA বা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বাতিলের দাবি উঠতে শুরু করেছে বিজেপি  নেতৃত্বাধীন এনডিএ-র  জোট শরিকদের মধ্যে থেকেই। আফস্পাকে কালা কানুন আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন নাগাল্যান্ড ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা।