দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ জাওয়াদের জেরে নিম্নচাপের ভারি বৃষ্টিতে, জমিতে বৃষ্টির জমা জল কাটানো নিয়ে স্বামী-স্ত্রীর অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যা করল এক কৃষক। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের ধান্যঝাটি গ্রামে। সূত্রের খবর, ধান্যঝাটি গ্রামের বাসিন্দা ভোলানাথ বায়েন চাষ করেছিলেন এক বিঘা আলু, যার খরচ হয়েছিল প্রায় ২৫ হাজার টাকা। ঋণ নিয়ে চাষ করেছিল তিনি, এমনি জানাচ্ছেন গ্রামবাসী থেকে পরিজনেরা। সদ্য লাগানো আলু জমিতে জমা জল কাটানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়, আর এতেই বিষ খেয়ে আত্মঘাতী হলেন ভোলানাথ। সোমবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ায় বাড়িতেই বিষ খায় ভোলানাথ বায়েন নামের ওই কৃষক। রাতেই চিকিৎসার জন্য চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে তাঁকে ভর্তি করে পরিবারের সদস্যরা। তবুও শেষ রক্ষা হয়নি, মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর। চন্দ্রকোনা থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। যদিও পুলিশ এখনই মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে চাইনি, তদন্ত করে কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়।