কৃষি ঋন মুকুবের দাবী বিজেপির

author-image
Harmeet
New Update
কৃষি ঋন মুকুবের দাবী বিজেপির



দিগবিজয় মাহালি,ডেবরাঃ জাওয়াদের লাগাতার দুদিনের বৃষ্টিতে ডেবরা ব্লকের বহু কৃষকের পাকা ধান জলের তলায়। বিশেষ করে ডেবরা ব্লকের পাঁচগেড়্যা, ইটাই, চকমানু, রাধাকান্তপুর, ডুঁয়া সহ বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা জমির পাকা ধান জলমগ্ন। অনেকেই খামারে ধান তুলতে পারেনি। অনেকেই ঋন নিয়ে আলু, সহ বিভিন্ন সব্জি চাষ করেছিলেন। সেগুলিও নস্ট হয়ে গিয়েছে। মঙ্গলবার সূর্যের দেখা নেই। অপরদিকে বৃষ্টি থামার পরেই এলাকায় এলাকায় গিয়ে চাষীদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত চাষ জমি পরিদর্শন করেন ডেবরা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জী। তিনি বলেন 'আমরা এলাকায় চাষীদের একটি ক্ষতির রিপোর্ট তৈরী করে জেলায় পাঠাবো। আমাদের সরকার অবশ্যই কৃষকদের পাশে থাকবেন'। অপরদিকে বিজেপি নেতা কাশীনাথ বোস জানান 'জাওয়াদের ক্ষতিগ্রস্ত চাষীদের দ্রুত কৃষি ঋন মুকুব করা হোক। পাশাপাশি চাষীদের যে পরিমান ক্ষতি হয়েছে তার রিপোর্ট তৈরী করে ক্ষতিগ্রস্ত চাষীদের আর্থিক সাহা্য্য করুক রাজ্য সরকার'।