জানেন রেজোলিউশনে কী হয়?

author-image
Harmeet
New Update
জানেন রেজোলিউশনে কী হয়?

নিজস্ব সংবাদদাতাঃ শরীরের উপর দিয়ে একটা ধকল যাওয়ার পর শরীরকে আবার স্বাভাবিক হতে দেওয়ার সময়টা তো দিতে হবে নাকি! রেজোলিউশন স্তরে সেই ব্যাপারটাই ঘটে। অবশ্য অনেকে কিন্তু এই স্তরে পৌঁছে আবার ক্লাইম্যাক্সে ফিরে যেতে পারেন। পুরুষদের মতো মহিলাদের কিন্তু একবার নয়, বেশ কয়েকবার অর্গাজম হতে পারে।