ফের বিএসএফ নিয়ে বিস্ফোরক দিনহাটার বিধায়ক

author-image
Harmeet
New Update
ফের বিএসএফ নিয়ে বিস্ফোরক দিনহাটার বিধায়ক

দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ ফের বিএসএফের ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। সোমবার সন্ধ্যায় নাগাল্যান্ডের ঘটনার প্রসঙ্গ টেনে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ” অসম রাইফেলসের মতো বিএসএফও ভুল বোঝাবুঝির কারণে গুলি চালায় ভবিষ্যতেও চালাবে। তৈরি থাকুন।”
সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রসঙ্গে তিনি বলেন, ” দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে জানিয়েছেন ভুল বোঝাবুঝির কারণে নাগাল্যান্ডের ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় বাহিনী  নির্বিচারে মানুষের উপর গুলি চালালো অতগুলো মানুষ মারা গেল সেখানে কেন্দ্রীয় সরকারের যারা গোয়েন্দা বিভাগে আছেন তাঁরা কি করছিলেন। অসম রাইফেলসের জওয়ানরাই বা কি করে ভেবে নিলেন এরা রাষ্ট্রদ্রোহী বা জঙ্গি তাঁদের ওপর গুলি চালালো। এটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ভুল বোঝাবুঝি হয়েছে। যদি গ্রামের মানুষ বিক্ষোভ না দেখাতেন কিংবা ক্ষোভ প্রকাশ না করতেন তাহলে এই গল্পটাকে চালানো হতো এরা হচ্ছে জঙ্গী। সেই জঙ্গি মোকাবিলা করবার জন্য জঙ্গী নিকেশ করেছে অসম রাইফেলস। কোচবিহারে এই চিত্র দেখা যায়। বিধানসভা নির্বাচনের সময় আমরা একই চিত্র দেখেছি। দুজন বাংলাদেশী একজন ভারতীয় নাগরিককে বিএসএফ মেরেছে। যদি ধরে নেওয়া হয় গরু পাচারকারী তাহলে সেনা বা আধাসেনা কারোর অধিকার নেই একজনকে প্রাণে মারার। বিচার হবে বিচারে তাঁর শাস্তি হবে। গুলি করে মেরে দিলাম এটা হতে পারে না। এই ঘটনা বিএসএফ ঘটাচ্ছে। আমি বিএসএফকে কোনও অসম্মান করছি না। এঁরা যেভাবে সীমান্ত এলাকায় মানুষের উপর জুলুম করছে অত্যাচার করে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করছি ভবিষ্যতেও প্রতিবাদ করে যাব। আমাদের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ৫০ কিলোমিটার এক্তিয়ার বৃদ্ধি।”
স্বাভাবিকভাবেই বারংবার বিএসএফকে আক্রমণ করে খবরের শিরোনামে এসেছেন দিনহাটার দাপুটে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। তৃণমূলের বিধায়কের এই আক্রমণ নিয়ে বারংবার বিরোধী দল বিজেপি তাঁরাও আক্রমণে নেমেছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, দিনহাটার তৃণমূল বিধায়ক বিএসএফকে অসম্মান করছেন। যারা সীমান্ত এলাকার সুরক্ষা আঁটোসাঁটো করে দিনরাত সাধারণ মানুষের কথা মাথায় রেখে নিরাপত্তার দিকটি নজর দেয় সেই বিএসএফকে তিনি আক্রমণ করছেন।
আক্রমণ কিংবা প্রতি আক্রমণে রাজনীতি কার্যত তপ্ত হয়ে গিয়েছে। এ সমস্ত ঘটনার সূত্রপাত বিএসএফের সীমান্ত এলাকার ৫০ কিমি বৃদ্ধি নিয়ে।