New Update
/anm-bengali/media/post_banners/nrSxsjNxb4eEx2ufwYGB.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ টেস্টে অজিংক রাহাণে-র রানের অবস্থা খুবই খারাপ। তার ব্যাটিং-এর অবস্থা এতটাই খারাপ যে তার নিজের জায়গা ধরে রাখা নিয়ে বড় একটা প্রশ্ন চিহ্ন উঠছে। এই সময় তার পাশে দাঁড়ালেন বিরাট কোহলি। তিনি বলেন, "অজিঙ্কর ছন্দ আমি বিচার করতে চাই না। কেউই কারওর ছন্দ এ ভাবে বিচার করতে পারে না। কারণ, একজন ক্রিকেটারই সব থেকে ভাল জানে কোন জায়গায় তার উন্নতি করা উচিত। তবে অতীতেও আমি বলেছি, যারা আগে গুরুত্বপূর্ণ ম্যাচে কঠিন পরিস্থিতিতে রান করেছে তাদের পাশে দাঁড়ানো গুরুত্বপূর্ণ। আমরা এমন পরিস্থিতি কখনও ড্রেসিংরুমে তৈরি করতে চাই না যেখানে কোনও ক্রিকেটার নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়বে এবং চাপে পড়ে যাবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us