হাসপাতাল থেকে রোগী উধাও! ভাঙচুর চালাল পরিজনরা

author-image
Harmeet
New Update
হাসপাতাল থেকে রোগী উধাও! ভাঙচুর চালাল পরিজনরা


নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ
হাসপাতাল থেকে রোগী উধাও হচ্ছে, বারবার এসে এই অভিযোগ জানিয়েও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো উত্তর না পেয়ে সোজা সোমবার হাসপাতালে ঢুকে কার্যত ভাঙচুর চালালেন রোগীর আত্মীয়রা । হাসপাতাল থেকে দু'জনকে গ্রেফতার করে খড়গপুর টাউন থানার পুলিশ । ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বরে । প্রসঙ্গত বৃহস্পতিবার জ্বর সর্দি-কাশি সহ নানা উপসর্গ নিয়ে নারায়ণগডের নারমা গ্রামের বাসিন্দা দিলীপ দণ্ডপাট নামে এক রোগী হাসপাতাল থেকে উধাও হয়ে যায় । এরপরে বারবার পুলিশকে অভিযোগ জানানোর পরেও কোন উত্তর না দিতে পারায় ক্ষোভে ফেটে পড়েন নিখোঁজ রোগীর আত্মীয়রা । আজ খড়্গপুর মহকুমা হাসপাতাল এসে কম্পিউটার রুমে ব্যাপক ভাঙচুর চালায় তাঁরা। ঘটনার জেরে পুলিশ দুজনকে গ্রেফতার অবধি করেছে। খড়গপুর টাউন থানা থেকে বিশাল পুলিশবাহিনী এসে শেষমেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । হাসপাতালের সুরক্ষা কর্মীর সংখ্যা কম থাকার কারণে এ ধরনের ঘটনা ঘটছে বলে মানলেন খড়্গপুর মহকুমা হাসপাতাল এর সুপার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়।