জাল কাস্ট সার্টিফিকেট বাতিল করার দাবি

author-image
New Update
জাল কাস্ট সার্টিফিকেট বাতিল করার দাবি

হরি ঘোষ, রানীগঞ্জ: শুক্রবার রানীগঞ্জের সমষ্টি উন্নয়ন দপ্তরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআইয়ের রানীগঞ্জ শাখার পক্ষ থেকে এক ডেপুটেশন প্রদান করা হলো সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম হলো তপশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের মানুষদের প্রত্যেককে অবিলম্বে কাস্ট সার্টিফিকেট প্রদান। তাদের অভিযোগ,  দুয়ারে সরকার প্রকল্পে অনেকেই আবেদনপত্র জমা দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত মেলেনি সার্টিফিকেট। সেই সকল আবেদনকারীদের অবিলম্বে সার্টিফিকেট প্রদান, যতগুলো ভুয়ো এসসি, এসটি সার্টিফিকেট আছে তা অবিলম্বে বাতিল করার দাবি সহ বেশকিছু স্থানীয় দাবি নিয়ে সরব হয় তারা।





আরও খবরঃ   https://anmnews.in/Home/GetNewsDetails?p=4944 /  https://anmnews.in/Home/GetNewsDetails?p=4921
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm