শ্যুটিংয়ে আহত প্রিয়ঙ্কার ডান পায়ে বসল দু'টি প্লেট

author-image
Harmeet
New Update
শ্যুটিংয়ে আহত প্রিয়ঙ্কার ডান পায়ে বসল দু'টি প্লেট

নিজস্ব সংবাদদাতাঃ শ্যুটিং স্পটে বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার । তাঁর ডান পায়ে বসানো হয়েছে ২টি প্লেট। কাল প্রিয়ঙ্কার আঘাতের জায়গা পরীক্ষা করবেন চিকিৎসকরা। ব্যথা কমছে কিনা তাও দেখা হবে। অন্যদিকে, অভিযুক্ত বাইক চালক বরিস রায়ের জামিন মঞ্জুর করেছে বারাসাত আদালত।