New Update
/anm-bengali/media/post_banners/GcTSUyViQ3Zi6yEAvIvR.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ লিয়োলেন মেসির থেকে ব্যালন ডি'অর পাওয়ায় পিছিয়ে পড়লেও গোলের দিক থেকে নিজেকে একই রেখেছেন পোল্যান্ড ফুটবলার লেয়নডস্কি। তবে ফরাসি ফুটবল সংস্থার মেসিকে বর্ষ সেরার পুরষ্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন থমাস ও লোথার। তাঁরা জানান, আর্জেন্টিনার এই কিংবদন্তিকে পুরষ্কার দেওয়াটা কেলেঙ্কারি ছাড়া আর কিছুই না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us