New Update
/anm-bengali/media/post_banners/1SLozCn0mvqWrleGeUqY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইয়ের কাছে পাঁচ গোল খাওয়ার পর থেকেই মুখ থুবড়ে পড়েছে সবুজ-মেরুন ব্রিগেড। দলের রক্ষণের উপর বেশী করে জোর দিচ্ছেন কোচ লোপেজ। এই মুহূর্তে দাঁড়িয়ে দলের সবচেয়ে নির্ভরশীল ডিফেন্ডার হলেন তিরি। কিন্তু চোট খাওয়ার পর থেকে আজকের ম্যাচে তিরি-র নামা নিয়ে বড় একটা প্রশ্ন চিহ্ন উঠছে। কিন্তু শেষ সিদ্ধান্ত নিলেন হাবাস। এই মুহূর্তে তিরি সুস্থ আছেন বলে জানানো হয়েছে দলের তরফ থেকে। মাঠে নামার অবস্থাতেও রয়েছেন। ২০ জনের দলে তাঁকে রাখছেন হাবাস। তবে প্রথম একাদশে খেলতে পারবেন কি না তা জানেন না এখনও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us