New Update
/anm-bengali/media/post_banners/QSYUecfuIDPJk6zlmoEO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কানপুরের বুকে কোনোমতে নিজেদের হার ঠেকিয়েছিল নিউজিল্যান্ড। ১৯৮৭এর পর থেকে টেস্ট সিরিজ জয়ের মুখ কিউয়িরা আর দেখেনি। এবারেও ভারত দেখতে দিল না জয়ের মুখ। নিউজিল্যান্ডের হাত থেকে ম্যাচের চতুর্থ দিনেই জয়ন্ত যাদবের দূরন্ত স্পেলের কাছে মাথা নত করে নিল নিউজিল্যান্ড। চতুর্থ দিন ম্যাচ শুরুর এক ঘন্টা পরেই ৩৭২রানে কিউয়িরা বিদায় নিল ২২ গজ থেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us