নিজস্ব সংবাদদাতাঃ পরিস্থিতি প্রতিকূল, তাই ল্যান্ডফল হচ্ছে না। জাওয়াদের শক্তি সমুদ্রেই ক্ষয় হয়ে যাচ্ছে। এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে নিম্নচাপের প্রভাবে সোমবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে ঘ্যানঘ্যানে বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না। মেঘ কাটলে তবেই ফিরতে পারে ঠান্ডা। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।