নিজস্ব সংবাদদাতাঃ একটু বেশি এক্সপেরিমেন্ট করার প্ল্যান থাকলে বিছানায় নিয়ে আসুন রকমারি সেক্স টয়। ভাইব্রেটর, হ্যান্ডকাফ, ফেদারের মতো নানা সেক্স টয় অনলাইন শপগুলোয় পাওয়া যায়। এমনকী সাধারণ রুমাল দিয়ে পার্টনারের চোখ বেঁধে দিয়েও দারুণ এক্সাইটিং পরিবেশ তৈরি করে ফেলা যায়! একবার ট্রাই করে দেখুনই না!