নিজস্ব সংবাদদাতাঃ সেক্সের মূল আনন্দটা কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু সেই জায়গায় পৌঁছোনোটাই হল আসল মজা। তাই ফোর প্লে কখনও নমো নমো করে সেরে দেবেন না! পুরুষদের তুলনায় মেয়েরা উত্তেজিত হতে বেশি সময় নেন, সেই সময়টা দিতে হবে। রোল প্লেয়িং, স্ট্রিপ টিজ়ের মতো কাজকর্ম মুড সেট করে দিতে যথেষ্ট।