নিজস্ব সংবাদদাতাঃ বিদ্যুৎ বিতরণ কোম্পানির (Discoms) উপর বিদ্যুৎ উৎপাদক কোম্পানির (Genco) বকেয়া ডিসেম্বরে এক বছর আগের তুলনায় ১.৩ শতাংশ বেড়ে ১,১৩,২২৭ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। ডিসেম্বর ২০২০ পর্যন্ত ডিস্কমের উপর বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলির বকেয়া ১,১১,৭৬২ কোটি টাকা ছিল।