‘জাওয়াদ’ মোকাবিলায় রাজ্য সরকারের খোঁচা বিজেপি রাজ্য সভাপতির

author-image
Harmeet
New Update
‘জাওয়াদ’ মোকাবিলায় রাজ্য সরকারের খোঁচা বিজেপি রাজ্য সভাপতির

নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ মোকাবিলায় কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ না করলে ফের লেজে গোবরে হবে রাজ্য সরকার। এই ধরনের বিপর্যয় মোকাবিলায় রাজ্য কতটা প্রস্তুত, তা জানা নেই। কেন্দ্রের তরফে ওড়িশা ও বাংলার জন্য অনেকগুলি হেলিকপ্টার ও এয়ারক্র্যাফট প্রস্তুত রাখা হয়েছে। তৈরি আছে এনডিআরএফ-ও। অতীতে যেভাবে ত্রাণ লুঠ হয়েছে, এবার সেই বিষয়টি মাথায় রেখে রাজ্য সরকারের কাজ করা উচিত। ‘জাওয়াদ’ মোকাবিলায় রাজ্য সরকারের প্রস্তুতি নিয়ে খোঁচা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।