নিজস্ব সংবাদদাতা: রবিশস্য ওঠার মুখেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। দুর্যোগের হাত থেকে ফসল বাঁচাতে চূড়ান্ত ব্যস্ত কৃষকরা। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে হুগলির সিঙ্গুর বা নদিয়ার রানাঘাট। দেখা যাচ্ছে একই দৃশ্য। কেউ জমি থেকে ধান গোলায় তুলছেন। কেউ ঝেড়ে ফেলছেন ধান। কোথাও আবার আগেভাগেই তুলে নেওয়া হচ্ছে আলু।