'১২ জন বরখাস্ত এমপি ক্ষমা চাইতে প্রস্তুত নন'

author-image
Harmeet
New Update
'১২ জন বরখাস্ত এমপি ক্ষমা চাইতে প্রস্তুত নন'

নিজস্ব সংবাদদাতাঃ লাগাতার ৩ দিন ধরে সাসপেন্ড হওয়া সাংসদরা গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। এবার এই নিয়ে মুখ খুললেন পীযূষ গোয়েল। তিনি বলেন, '১২ জন বরখাস্ত এমপি ক্ষমা চাইতে প্রস্তুত নন, বিরোধীরা আমাদের কাছ থেকে কী আশা করেন। বিরোধী দলের কিছু নেতা এবং কিছু বরখাস্ত এমপি গত কয়েক দিনে উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন। তারা বলছে 'মাফি কিস বাতি কি' (ক্ষমা চাওয়ার কী আছে?)।'