New Update
/anm-bengali/media/post_banners/m5G8fhrqf8FbApDVPiJi.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সিপিএম নেতা খুনে গ্রেফতার ৪। কেরলার থিরুভাল্লায় সি পি আই (এম) নেতা পিবি সন্দীপ কুমার হত্যা মামলায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে থিরুভাল্লা এলাকার স্থানীয় সিপিআইএম নেতাকে কয়েকজন দুষ্কৃতী কুপিয়ে খুন করে। বামেদের অভিযোগ, সন্দীপকে আরএসএস-এর গুণ্ডারা খুন করেছে। যদিও বিজেপির দাবি, এহেন ঘটনার সঙ্গে বিজেপি বা আরএসএস কেউই যুক্ত নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us