বাম নেতাকে কুপিয়ে খুন, কাঠগড়ায় আরএসএস!

author-image
Harmeet
New Update
বাম নেতাকে কুপিয়ে খুন, কাঠগড়ায় আরএসএস!

নিজস্ব সংবাদদাতাঃ চাঞ্চল্যকর ঘটনা ঘটল দক্ষিণের রাজ্য কেরল। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে থিরুভাল্লা এলাকার স্থানীয় সিপিআইএম নেতাকে কয়েকজন দুষ্কৃতী কুপিয়ে খুন করে। মৃত ওই নেতার নাম পিবি সন্দীপ কুমার। বামেদের অভিযোগ, সন্দীপকে আরএসএস-এর গুণ্ডারা খুন করেছে। যদিও বিজেপির দাবি, এহেন ঘটনার সঙ্গে বিজেপি বা আরএসএস কেউই যুক্ত নয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।