দেশের কিংবদন্তি গুপ্তচরের চরিত্রে পর্দা কাঁপাবেন ভাইজান

author-image
Harmeet
New Update
দেশের কিংবদন্তি গুপ্তচরের চরিত্রে পর্দা কাঁপাবেন ভাইজান

নিজস্ব সংবাদদাতাঃ সদ্য মুক্তি পেয়েছে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। সলমন খানের নতুন ছবি বক্স অফিসে ভালই সাড়া ফেলেছে। এই মুহূর্তে বলিউডের ভাইজান বিভিন্ন লোকেশনে ঘুরে প্রোমোশন করছেন ছবির। এর মধ্য়েই নতুন প্রোজেক্টের ঘোষণা করলেন তিনি। ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিকের বায়োপিকে তাঁকে দেখা যাবে। তিনিই ‘ব্ল্যাক টাইগার’ নামে পরিচিত ওই গুপ্তচরকে ফুটিয়ে তুলবেন রুপোলি পর্দায়। শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতে ক্যামিও ভূমিকায় রয়েছেন সলমন। পাশাপাশি আসছে ‘টাইগার ৩’। এবার জানা গেল, ভাইজানের এই স্বপ্নের প্রোজেক্টের কথাও। তবে ছবির কাজ এখনও একেবারে প্রাথমিক স্তরে রয়েছে। তৈরি করা হয়েছে চিত্রনাট্য। ফলে ছবি নিয়ে এখনই বিশদে কিছু জানার সুযোগ নেই।