হারের পর সামাজিক মাধ্যমে ফাঁকা আওয়াজে বাগান-বাহিনী

author-image
Harmeet
New Update
হারের পর সামাজিক মাধ্যমে ফাঁকা আওয়াজে বাগান-বাহিনী



নিজস্ব সংবাদদাতাঃ পর পর জয়ের পর এ যেন হঠাৎ ধাক্কা! মুম্বই সিটি-র কাছে ৫গোল খেল মোহন বাগান। তারপরে সামাজিক মাধ্যমে সবুজ-মেরুন সমর্থকরা বলেন ঘরের মাঠে খেলা হলে এমন ফল হত না। বাংলার বুকে খেলা হলে প্রতিদ্বন্দ্বী দলকে দেখে নিত সমর্থকেরা।