মেয়েদের যৌন চাহিদা হঠাৎ বেড়ে যেতে পারে কখন?

author-image
Harmeet
New Update
মেয়েদের যৌন চাহিদা হঠাৎ বেড়ে যেতে পারে কখন?

নিজস্ব সংবাদদাতাঃ যৌন চাহিদা খুব স্বাভাবিক একটা বিষয়। কারও চাহিদা বেশি থাকে। আবার কারও কম। কোনও কোনও পুরুষের একটা নির্দিষ্ট বয়সে যৌন চাহিদা বাড়ে আবার মহিলাদের ক্ষেত্রেও একথা সত্যি।  ঠিক কী কী কারণে মহিলাদের যৌন চাহিদা বাড়ে? এর পিছনে রয়েছেও বিজ্ঞান। শারীরিক কারণ। চিকিৎসকদের মতে মহিলাদের যৌন চাহিদা বেশি হওয়ার প্রধান কারণ হল হরমোন।  সাধারণত Estrogen, progesterone, এবং testosterone এই ৩ হরমোনের কারণে মহিলাদের যৌনচাহিদা বেশি থাকে। আবার এক সমীক্ষা দাবি করছে, মহিলাদের মেনোপজের সময়কালে যৌন চাহিদা বৃদ্ধি পায়। অনেকে মনে করেন, বয়স বাড়লে মহিলাদের যৌন চাহিদা কমতে থাকে।