New Update
/anm-bengali/media/post_banners/zuHOiU3zlBuKNPVVSJlU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নীলামনের পাহাড় প্রেম কারোর অজানা নয়। হাতে সময় বের করে প্রায়শই পাহাড়ে ছুটে যান এই মিউজিক্যাল তারকা দম্পতি। সদ্য অভিনয় জগতে পা রেখেছে ইমন। স্বামী সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে নাথুলা পাসে বেড়াতে গিয়েছেন তিনি। প্রিয়জনেদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁদের বেড়াতে যাওয়ার ছবি। ঘুরতে যেতে যে বেশ পছন্দ করেন ইমন, তা স্পষ্ট বোঝা যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই। বরফে মোড়া শহরে অভিনেত্রীর অবসর যাপন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us