নদিয়ার দুর্ঘটনা থেকে শিক্ষা! নয়া উদ্যোগ ট্রাফিক পুলিশের

author-image
Harmeet
New Update
নদিয়ার দুর্ঘটনা থেকে শিক্ষা! নয়া উদ্যোগ ট্রাফিক পুলিশের

নিজস্ব সংবাদদাতাঃ ভোর রাতে ট্রাক চালকদের চোখ লেগে আসার ঘটনা রুখতে ও সর্বোপরি রাতের দুর্ঘটনা কমাতে ট্রাফিক পুলিশের নিয়ে উদ্যোগ। চা, বিস্কুট দিয়ে সজাগ রাখা হচ্ছে ট্রাক চালকদের। প্রসঙ্গত, রবিবার কাকভোরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে নদিয়ায়। পথ দুর্ঘটনায় প্রাণ হারান ১৮ জন শ্মশানযাত্রী। মৃতদেহ সত্‍কার করতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। উত্তর চব্বিশ পরগনার বাগদার পারমদন এলাকার বাসিন্দা শিবানি মুহুরীর মৃত্যুর পর ঠিক হয়, সত্‍কার করা হবে পাশের জেলা নদিয়ার নবদ্বীপে। সেই মতো রাতেই আত্মীয়, পরিজন, গ্রামবাসী মিলিয়ে পঁচিশ-ছাব্বিশজন মৃতদেহ নিয়ে মালবাহী গাড়িতে সত্‍কারের জন্য রওনা হন। এরপরই নদিয়ার ফুলবাড়িতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে সেই শববাহী গাড়িl