/anm-bengali/media/post_banners/PYVD8SNw2lB5lmEfaNEB.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ করোনার নতুন ধরন ওমিক্রন ‘খুবই ঝুঁকিপূর্ণ’ এবং কিছু অঞ্চলে এটি ‘মারাত্মক পরিণতি’ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও সোমবার জাতিসঙ্ঘের ১৯৪ টি সদস্য দেশকে সংক্রমণের বিস্তার ঠেকাতে বিশেষ গ্রুপের মানুষদের মধ্যে টিকাদানের হার বাড়ানোর আহ্বান জানিয়েছে। একই সাথে অপরিহার্য স্বাস্থ্যসেবা ঠিক রাখতে সংক্রমণ নিয়ন্ত্রণের পরিকল্পনার যথার্থতাও নিশ্চিত করতে বলেছে ডব্লিউএইচও।
ডব্লিউএইচও জানায়, ওমিক্রনের কারণে যদি কারোনা আরেকটি ঢেউ ছড়িয়ে পড়ে তাহলে এর পরিণতি মারাত্মক হতে পারে। তবে সোমবার পর্যন্ত ওমিক্রনের সংক্রমণে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে ডব্লিউএইচও জানিয়েছে।
এদিকে , ওমিক্রনের বিরুদ্ধে প্রচলিত টিকা কার্যকর কিনা তা নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছে ডব্লিউএইচও। ডব্লিউএইচওর আশঙ্কা, ওমিক্রনে সংক্রমণ এবং রোগের তীব্রতা বেড়ে যেতে পারে। বিষয়টি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পারে। এর ফলে আক্রান্তের হার এবং মৃত্যুও বাড়াতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us