/anm-bengali/media/post_banners/fiAkMC1OcedoizxNVe1U.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মেষ- মন অশান্ত থাকবে। শিক্ষা কাজে ব্যবধান আসতে পারে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। জীবনযাপনে কষ্ট হতে পারে। পড়াশোনায় রুচি বাড়বে। মায়ের সান্নিধ্য লাভ করবেন। সঞ্চিত অর্থ কমতে পারে। সন্তানের কষ্ট হবে। মেজাজ খিটখিটে থাকবে। বৃষ- ধৈর্য ধরুন। স্বাস্থ্যের যত্ন নিন। পরিবারের সঙ্গ লাভ করবেন। শিক্ষা ও বৌদ্ধিক কাজে সাফল্য লাভ করবেন। যশ বৃদ্ধি হবে। পরিবারে সুখ-শান্তি থাকবে। বন্ধুদের সহযোগিতায় উন্নতির সুযোগ পাবেন। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে থাকবে। মিথুন- মন চিন্তিত থাকবে। মানসিক শান্তির চেষ্টা করুন। কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন। কোনও বাড়ি বা সম্পত্তি থেকে অর্থ লাভ করতে পারেন। পরিবারের সমস্যা চিন্তিত করে তুলতে পারে। কর্কট- সংযত থাকুন। অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে যান। চাকরিতে আধিকারিকদের সহযোগিতা লাভ করবেন। তবে কার্যভার বৃদ্ধি হতে পারে। অধিক পরিশ্রম করবেন। পারিবারিক জীবন সুখে কাটাবেন। গাড়ি কিনতে পারেন। চাকরিতে আধিকারিকদের সঙ্গে মতভেদ বাড়তে পারে। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us