রিভার্স উইমেন অন টপ

author-image
Harmeet
New Update
রিভার্স উইমেন অন টপ

নিজস্ব সংবাদদাতাঃ শুনতে অবাক লাগছে তো? কিন্তু একবার ট্রাই করে দেখুন, আশা করি, নিরাশ হবেন না! আসলে সেক্স চলাকালীন বেশিরভাগ সময়ই আপনি আর আপনার পার্টনার পরস্পরের দিকে মুখ করে থাকেন। তাই সেক্সে কোনও সিক্রেট থাকে না। মানে, আপনি কী অনুভব করছেন, সেক্স চলাকালীন আপনার সব এক্সপ্রেশন আপনার পার্টনার দেখতে পাচ্ছেন, ফলে কোনও ঢাকঢাক-গুড়গুড়ই থাকছে না! আর রহস্য কম ইজ ইকুয়াল টু এক্সাইটমেন্ট কম ইজ ইকুয়াল টু দেরিতে অর্গাজম।তাই ট্রাই করুন এই রিভার্স উইমেন ইন টপ পজিশন। এক্ষেত্রে আপনার নিতম্বটি আপনার পার্টনারের দিকে থাকবে। তিনিও আপনার শরীরের এমন কোনও একটি অংশ দেখতে পাবেন, যেটির দিকে চট করে দৃষ্টি যায় না। ফলে খেলাও জমবে এবং চরম সুখও আসবে অপেক্ষাকৃত তাড়াতাড়ি।