​নিজস্ব সংবাদদাতাঃ নন্দকুমার ব্লক এর সাওড়াবেড়িয়া জালপাই এলাকায় বাপের বাড়িতে মৃত্যু হল এক গৃহবধূর। মৃত ব্যক্তির নাম সোমা দোলই। বয়স ১৯ বছর। গত সাত মাস পূর্বে তমলুক ব্লকের কিসমত পুতপুতিয়া গ্রামের শুভেন্দু দিন্ডার সাথে সোমা দোলাই-এর বিবাহ হয়েছিল। পারিবারিক সমস্যা থাকায় দীর্ঘদিন ধরে সাওড়াবেড়িয়া জালপাই গ্রামে বাপের বাড়িতে ছিল সোমা। আজ সকালে কাজের সূত্রে বাড়ির বাইরে বেরিয়ে যায় সকলেই। ঠিক সেই সময়তেই ঘটে দুর্ঘটনা। মা বাজার করে বাড়িতে এসে দেখে মেয়ে সোমা গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। ঘটনাস্থলে পৌছায় নন্দকুমার থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে নন্দকুমার থানার পুলিশ।