নিজস্ব সংবাদদাতাঃ কর্মশিক্ষা বিভাগের চাকরিপ্রার্থীরা নন্দীগ্রাম থেকে নবান্ন অভিযান এ যাওয়ার পথে গ্রেফতার করল নন্দীগ্রাম থানার পুলিশ। বিক্ষোভে ফেটে পড়েন প্রায় 50 জন চাকরিপ্রার্থী। চাকরিপ্রার্থীদের অভিযোগ বিভিন্ন সাবজেক্টে শিক্ষক নিয়োগের ব্যবস্থা থাকলেও কর্মশিক্ষা বিভাগের নিয়োগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। তাই আজ নন্দীগ্রাম থেকে নবান্নের দিকে যাচ্ছিল চাকরিপ্রার্থীরা। তবে যাওয়ার আগেই তাঁদের গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে নন্দীগ্রামে।